ঢাকা: চলতি বছর প্রায় শেষের দিকে। আর এই শেষ প্রান্তে এসে ভোজ্যতেল বাড়ানোর পাঁয়তারা করা হচ্ছে। এবার লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ৯ টাকা ২৭ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)।
এমনিতেই চলতি বছর কয়েক দফায় সয়াবিন তেলের দাম বাড়ার কারণে বিপদে পড়েছেন সাধারণ ক্রেতারা। আবার সয়াবিন তেলের দাম বাড়লে বিপদের মাত্রা আরও ছাড়িয়ে যাবে।
শহিদুল নামের এক ক্রেতা বলেন, সাধারণ ক্রেতাদের পকেট কাটতে ব্যবসায়ীরা সব সময় ওঁত পেতে থাকে। কখন সুযোগ পাওয়া যাবে। কখন তাদের মাথায় ওপর তেলের দাম আর চাপিয়ে দেওয়া যাবে। আমরা খেটে খাওয়াদের এখন থেকে তেলের পরিবর্তে পানি দিয়ে রান্না করতে হবে। এমন পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করছে।
সোমবার (১০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিটিটিসি জানায়, গড় এলসি মূল্য, ইনবন্ড ও এক্সবন্ড খরচ এবং ডলারের বিনিময় হার বৃদ্ধিতে ভোজ্যতেলের দাম বাড়ানোর এ সুপারিশ করা হয়েছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ২৭ জুলাই অনুষ্ঠিত তেলের মূল্য সমন্বয় সভায় ৩ আগস্ট থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন ১৮৯ টাকা দরে বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। তবে এরপর আন্তর্জাতিক বাজারে মূল্য অস্থিরতা ও ডলারের দাম বৃদ্ধির প্রভাবে আমদানি ব্যয় বেড়ে যায়।
নভেম্বরের শুরুতে আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম দাঁড়ায় ১ হাজার ৬২ ডলার এবং পাম তেলের দাম ১ হাজার ৩৭ ডলার। ফলে দেশের বাজারে নতুন করে তেলের দাম সমন্বয়ের প্রয়োজন দেখা দেয়।
বিটিটিসি জানায়, প্রতি ডলার ১২২ টাকা ৬০ পয়সা ধরে হিসাব করা হয়েছে। এতে বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য লিটারপ্রতি ১৮৯ টাকা থেকে বাড়িয়ে ১৯৮ টাকা ২৭ পয়সা করার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে খোলা সয়াবিন তেলের দাম ৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে লিটারপ্রতি ১৭৭ টাকা ৮৫ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
পিএস