ক্রাউন সিমেন্টের পরিচালকের ২০ কোটি টাকার শেয়ার উপহার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৫:০৮ পিএম
ফাইল ছবি

ঢাকা: ক্রাউন সিমেন্টের উদ্যোক্তা–পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল তার দুই সন্তানকে ২০ কোটি টাকার সমমূল্যের শেয়ার উপহার দিয়েছেন। তিনি ছেলে সায়হাম সাদিক পিয়াল ও মেয়ে শোভা সোহাকে ২০ লাখ করে মোট ৪০ লাখ শেয়ার হস্তান্তর করেছেন।

সোমবার (১০ নভেম্বর) শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে। বর্তমানে আলমাস শিমুল কোম্পানিটির পরিচালনা পর্ষদে রয়েছেন।

ডিএসইর তথ্য অনুযায়ী, সোমবার ক্রাউন সিমেন্টের প্রতিটি শেয়ারের দর ছিল প্রায় ৫১ টাকা। সেই হিসেবে ৪০ লাখ শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় প্রায় ২০ কোটি ৪০ লাখ টাকা।

বিএসইসির বিধান অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির পরিচালক হতে হলে ন্যূনতম ২ শতাংশ শেয়ার থাকতে হয়। ক্রাউন সিমেন্টের ক্ষেত্রে এই শর্ত পূরণে ২৯ লাখ শেয়ার প্রয়োজন হবে।

ক্রাউন সিমেন্ট ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এটি ‘এ’ ক্যাটাগরির কোম্পানি। ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানির মোট শেয়ারের ৫২ শতাংশের বেশি রয়েছে উদ্যোক্তা–পরিচালকদের হাতে, ২৯ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের এবং বাকি ১৯ শতাংশ প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগকারীদের হাতে।

এএইচ/পিএস