বিএসইসির নির্দেশনা মানছে না কনফিডেন্স সিমেন্ট 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৩:৪৮ পিএম
ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ি ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে (সিএমএসএফ) অবন্টিত লভ্যাংশ হস্তান্তর করেনি কনফিডেন্স সিমেন্ট কর্তৃপক্ষ। 

কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানিয়েছেন নিরীক্ষক।

জানা যায়, কনফিডেন্স সিমেন্টে ৯ কোটি ৬৩ লাখ টাকার অবন্টিত লভ্যাংশ রয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক। এরমধ্যে ৩ বছরের বেশি সময় ধরে অবন্টিত রয়েছে ৮ কোটি ৮৫ লাখ টাকা। কিন্তু ৩ বছরের বেশি সময় ধরে অপ্রদানকৃত অবস্থায় থাকার পরেও বিএসইসির নির্দেশনা অনুযায়ি ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে স্থানান্তর করেনি কোম্পানি কর্তৃপক্ষ।

এদিকে বিএসইসির ২০২১ সালের ১৪ জানুয়ারি প্রকাশিত নির্দেশনায়, ৩ বছর বা তার বেশি সময় পরে থাকা অবন্টিত লভ্যাংশ সিএমএসএফে স্থানান্তরের জন্য বলা হয়েছে।

এএইচ/পিএস