শমরিতা হসপিটালের মুনাফা বেড়েছে ৩৮ শতাংশ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৫:৩০ পিএম
ফাইল ছবি

ঢাকা: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত শমরিতা হসপিটালের চলতি অর্থবছরের ৬ মাসের (জুলাই-ডিসেম্বর ২০২৫) ব্যবসায় ৩৮ শতাংশ মুনাফা বেড়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

শমরিতা হসপিটাল ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ২০২৫) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৮৩ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৬০ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ০.২৩ টাকা বা ৩৮ শতাংশ।

কোম্পানিটির ২য় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০২৫) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.১৪ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৩৫ টাকা। এ হিসাবে মুনাফা কমেছে ০.২১ টাকা বা ৬০ শতাংশ।

গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৮.৭২ টাকায়।

এএইচ/পিএস