১৫ শতাংশই থাকছে ভ্যাট

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০১৭, ০৯:২৫ পিএম

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ১৫ শতাংশ হার রেখেই ভ্যাট আইন বাস্তবায়ন হবে। আগামী বাজেটের আগেই এটি কার্যকর করা হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিষয়টি নিয়ে কাজ করছে।

তিনি ব্যবসায়ীদের নিয়ে আরেকবার বসবেন বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।

মঙ্গলবার(২৪ জানুয়ারি) সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারের এ প্রভাবশালী মন্ত্রী এসব কথা বলেন। এর আগে ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচারাল অর্গানাইজেশন অব ইউনাইটেড ন্যাশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন মুহিত।

অর্থমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা ভ্যাট ৭ শতাংশ করার দাবি জানিয়েছেন, আমি ১৫ শতাংশ করার পক্ষে এখনো আছি। আশা করি, ব্যবসায়ীরা এটা মেনে নেবেন। আগে তারা অভ্যস্ত হোক, পরবর্তী সময়ে ভিন্ন ভিন্ন হারে ভ্যাট নির্ধারণ করা হবে।

বছর শেষে রাজস্ব ঘাটতি হবে ৪০ হাজার কোটি টাকা-গবেষণা প্রতিষ্ঠান সিপিডির এ মন্তব্যর বিষয়ে অর্থমন্ত্রী বলেন, আমাদের আট বছরে কখনো এমনটা হয়নি। এবারও হবে না, সিপিডির তথ্যে কী বলেছে, আমি জানি না বলেও উল্লেখ করেন তিনি।

সোনালীনিউজ/আতা