ফকিরহাটে ইসলামী ব্যাংকের ৩১৯তম শাখা উদ্বোধন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৪, ২০১৭, ১০:০১ এএম

বাগেরহাট: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩১৯তম শাখা বাগেরহাটের ফকিরহাটে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) ব্যাংকের ডাইরেক্টর প্রফেসর ড. কাজী শহীদুল আলম প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো. আব্দুল হামিদ মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব-উল-আলম।

ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মুনিরুল মওলা ও আবু রেজা মো. ইয়াহিয়া, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাফর আলম, খুলনা জোনপ্রধান মো. মাকসুদুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিমসহ স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিগণ এসময় উপস্থিত ছিলেন।

স্থানীয় বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য দেন- বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু স্বপন কুমার দাস, চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান শামীম, ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিনা আক্তার ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ হেমায়েত উদ্দিন।

প্রফেসর ড. কাজী শহিদুল আলম প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক দেশের গন্ডি পেরিয়ে বিশ্বে একটি মডেল ব্যাংকে পরিণত হয়েছে। ব্যাংকের কর্মকর্তাগণ তাদের সততা, কর্মদক্ষতা, ন্যায়নীতি ও সুষ্ঠু কর্মপরিচালনার মাধ্যমে ধাপে ধাপে ইসলামী ব্যাংককে এ পর্যায়ে নিয়ে এসেছে। ইসলামী ব্যাংক দেশ ও দেশের মানুষের উন্নয়ন এবং গরীব দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছে।

মো. আব্দুল হামিদ মিঞা সভাপতির ভাষণে বলেন, ফকিরহাটে ইসলামী ব্যাংক স্থাপনের মাধ্যমে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আকাঙ্খা বাস্তবায়ন হয়েছে। তিনি বলেন, উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে এ অঞ্চলের সার্বিক উন্নয়নে কাজ করবে ইসলামী ব্যাংক।


সোনালীনিউজ/ঢাকা/আকন