রেমিটেন্স বাড়াতে উপজেলা শহরেও বন্ড বিক্রি

  • জ্যেষ্ঠ প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০১৭, ০৯:০৮ পিএম

ঢাকা: রেমিটেন্স বাড়াতে এবার জেলা-উপজেলা শহরেও প্রবাসীদের বন্ডে বিনিয়োগ করতে চায় বাংলাদেশ ব্যাংক। এজন্য দেশের সকল ব্যাংকের শাখাকে কাজে লাগানো হবে। সরকারি-বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের অনুমোদিত ডিলার শাখার মাধ্যমে এই বন্ড বিক্রি করা হবে।

বৃহস্পতিবার(২৮ ডিসেম্বর) এরকম নির্দেশনা দিয়ে সকল ব্যাংকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। চিঠিতে দেশের সব জেলা-উপজেলা শহরে অবস্থিত ব্যাংকের অথরাইজ ডিলার শাখাকে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ইউএস ডলার প্রিমিয়াম বন্ডের বিক্রি বাড়ানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

সব বিভাগীয়, জেলা, উপজেলা শহরে অবস্থিত ব্যাংকের অথরাইজ ডিলার শাখাগুলো এতদিন এ ধরনের সঞ্চয় বন্ড বিক্রি করতো না। ফলে বিভিন্ন দেশের অনিবাসী ওয়েজ আর্নাররা তাদের পাঠানো রেমিটেন্সের বিপরীতে ওই তিন ধরনের বন্ড কিনতে না পারার কারণে এই খাতে বিনিয়োগ কমে যাচ্ছে।

এছাড়া, রেমিটেন্সের আন্তঃপ্রবাহও বিঘ্নিত হচ্ছে। এ কারণে বিভাগীয়, জেলা ও উপজেলা শহরে অবস্থিত ব্যাংকের অথরাইজ ডিলার শাখাগুলোকে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ইউএস ডলার প্রিমিয়াম বন্ডের বিক্রি বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দেয়া যাচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

সোনালীনিউজ/আতা