সিভিল এভিয়েশনের প্রকল্পগুলোতে গতি আনতে হবে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৯, ২০১৮, ০৬:৪৩ পিএম

ঢাকা: নব নিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, দেশের বিনিয়োগ, বাণিজ্য ও আমদানি-রপ্তানী কার্যক্রম বৃদ্ধির সাথে ক্রমেই বিমান ও বিমান বন্দরের কার্যক্রম গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তাই সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের (বেবিচক) প্রকল্পগুলোতে আরও গতি আনতে হবে। 

তিনি মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে সিভিল এভিয়েশনের কর্তৃপক্ষের সদর দপ্তরে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। 

শাহজাহান কামাল বলেন, নয় মাসে স্বাধনীতা অর্জিত হয়েছে। একটি মন্ত্রলায়কে গতিশীল করতে নয় মাস সময় কম নয়। তিনি দ্রুততম সময়ের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ এবং কক্সবাজার বিমান বন্দরের দ্বিতীয় ফেজের কাজ শুরুর তাগিদ দেন। 
শাহজালাল বিমান বন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমকে সুষ্ঠুভাবে সম্পন্ন করে যাত্রীসেবার মান উন্নয়নে আন্তরিক হতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। 

এসময় আরও বক্তব্য দেন বিমান ও পর্যটন সচিব এস এম গোলাম ফারুক। সভাপতিত্ব করেন সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. নাইম হাসান। সভা শেষে মন্ত্রী হযরত শাহজালাল বিমান বন্দরের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। 

সোনালীনিউজ/জেএ