বাংলাদেশ ব্যাংকের নতুন ডিজি হলেন আহমেদ জামাল

  • জ্যেষ্ঠ প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১, ২০১৮, ০৮:৩২ পিএম

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের ডিজি ( ডেপুটি গভর্নর) হলেন আহমেদ জামাল। তিনি এতোদিন বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক হিসেবে ছিলেন।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বৃহস্পতিবার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। আহমেদ জামালের বয়স ৬২ বছর হওয়া পর্যন্ত অর্থ্যাৎ ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত তিনি এ পদে থাকতে পারবেন।

আহমেদ জামাল রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে একাউন্টিং এ সম্মান ও স্নতকোত্তর অর্জন করেন। ১৯৮৪ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগদান করেন। ৩৩ বছরের পেশাগত জীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের শাখা অফিসসহ প্রধান কার্যালয়ের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, ফরেন একচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট, ফরেন এক্সচেঞ্জ ইন্সপেকশন এন্ড ভিজিল্যান্স ডিপার্টমেন্ট, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ডিপার্টমেন্ট, সচিব বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন।

২০১২ সালের ১২ মে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পান। আহমেদ জামাল ১৯৬১ সালে  কুষ্টিয়া জেলার রক্সি লেন এলাকায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 

সোনালীনিউজ/তালেব