বোনের জন্য এক পদে ৬ বার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি!

  • গাইবান্ধা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২০, ০৬:৫১ পিএম
ফাইল ছবি

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছোট বোনকে নিয়োগের জন্য একই পদে ছয় বার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার অভিযোগ উঠেছে। উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কাঠগড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলীর বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে।

২১ অক্টোবর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এনায়েত হোসেনের কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেন স্থানীয় দুই অভিভাবক। নয়ন প্রামাণিক ও মোরশেদ আলম নামে দুই অভিভাবক লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলীর ছোট বোন রওশন আরাকে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ দিতেই গত চার বছরে ছয় বার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আর প্রতিবার বিজ্ঞপ্তি প্রকাশের পর কারণ ছাড়াই নিয়োগ পরীক্ষা বাতিলও করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। বিগত সময়ে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আবেদনকারীরা কেন্দ্রে গেলেও পরীক্ষা না নিয়ে তাদের ফেরত পাঠানোর একাধিক ঘটনা ঘটে। এমনকি বিদ্যালয়ের চারজন সিনিয়র সহকারী শিক্ষক থাকলেও তাদের বাদ দিয়ে ছোট বোনকে নিয়োগ দেওয়ার চেষ্টা করছেন প্রধান শিক্ষক ইউনুস আলী। 

অভিযোগে আরো বলা হয়, ইতোমধ্যে নিয়ম বহির্ভূতভাবে লাইব্রেরিয়ান পদে প্রধান শিক্ষক তার শ্যালক রফিকুল ইসলাম ও অফিস সহকারী পদে ভাতিজা আব্দুল মালেককে নিয়োগ দিয়েছেন। আর নতুন এই দুই জনসহ ওই বিদ্যালয়ে কর্মরতদের মধ্যে প্রধান শিক্ষকের নিকট আত্মীয়র সংখ্যা ৯ জন। যা বিদ্যালয়টির মোট শিক্ষক-কর্মচারীর প্রায় অর্ধেকের সমান।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলী বলেন, নিয়োগের বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মহোদয়ের কাছে একটি লিখিত অভিযোগ হওয়ার বিষয়টি জেনেছি। তবে আমি আমার বোনকে নিয়োগ দেওয়ার চেষ্টা করছি, বিষয়টি সঠিক নয়। অভিযোগের বিষয়ে তদন্ত হলে বিষয়টি পরিষ্কার হবে।

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এনায়েত হোসেন বলেন, নিয়োগের বিষয়ে ডিজির প্রতিনিধি না পাঠানোর জন্য একটা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

রংপুরের উপপরিচালক (মাধ্যমিক) আক্তারুজ্জামান বলেন, জেলা শিক্ষা কর্মকর্তার কাছে এ সংক্রান্ত একটি অভিযোগ দাখিল হয়েছে। অভিযোগটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সোনালীনিউজ/এইচএন