৮০ হাজার শিক্ষক নিয়োগের বিশাল গণবিজ্ঞপ্তি আসছে

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২১, ০৪:২০ পিএম
ফাইল ছবি

ঢাকা: বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৮০ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে শিগগিরই।

আরও পড়ুন<<>>প্রাথমিকের কর্মচারীদের জন্য দুঃসংবাদ, হচ্ছে তালিকা

শিক্ষকদের চাকরি থেকে অবসর, মৃত্যুজনিত ও বিভিন্ন কারণে গত এক বছরে প্রায় ৮০ হাজার পদ শূন্য হয়। অথচ নতুন করে শিক্ষক নিয়োগের জন্য প্রার্থী মনোনয়ন দিতে পারেনি এনটিআরসিএ।এর ফলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর পুরোদমে ক্লাস শুরু হলে শিক্ষক সংকটের কারণে একাডেমিক কার্যক্রম ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

আরও পড়ুন<<>>প্রাথমিকের ৪৮ হাজার শিক্ষক পাচ্ছেন সুখবর

এমন পরিস্থিতিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন (এনটিআরসিএ) কর্তৃপক্ষ জানিয়েছে, আদালতের নিষেধাজ্ঞা কেটে গেলে দ্রুতই বেসরকারি শিক্ষক নিয়োগের আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। 

আরও পড়ুন<<>>প্রাথমিক শিক্ষকদের পদোন্নতির সুযোগ আসছে

উল্লেখ্য, গত বছরের ১৫ ডিসেম্বর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে এক মাসের নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট। আগামী ১৫ জানুয়ারি সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে।

সোনালীনিউজ/আইএ