তিতুমীর কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৩, ০৭:৫৩ পিএম

ঢাকা: তিতুমীর কলেজে মনরোগ চিকিৎসার জন্য দ্রুত একটি জায়গা বরাদ্দ দিয়ে একজন সাইকোলজিস্ট বা মনরোগ বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হবে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) কলেজের শহীদ বরকত মিলনায়তনে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালায় এ কথা বলেন অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম।

কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. মহিউদ্দিন এবং কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মালেকা আক্তার বানু।

কর্মশালায় বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাইকোথেরাপিস্ট ও ফ্রিডম উইদিন এর ব্যবস্থাপনা পরিচালক নাসিমা আক্তার। 

কর্মশালায় প্রফেসর মো. মহিউদ্দিন বলেন, একটা মানুষ সমাজে কীভাবে বসবাস করবে, তার চালচলন আচার-আচরণ, সামাজিকতা সব নির্ভর করে মানুষের মানসিক সুস্থ্যতার উপর।

প্রফেসর মালেকা আক্তার বানু বলেন, মানসিক স্বাস্থ্য সবকিছুর উপরে রাখা উচিৎ।
প্রধান আলোচক বলেন, আনন্দ,রাগ,দুঃখ,ভয় মানুষের ৪টি মৌলক অনুভূতি। এই অনুভূতিগুলোকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তবে মানুষিক স্বাস্থ্য ভালো রাখা সম্ভব।

কর্মশালাটি শিক্ষার্থীদের মানুষিক স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক।

আইএ