স্কুলব্যাগ-আর্থিক সহায়তা পেল শিক্ষার্থীরা

বিক্রমপুর–মুন্সিগঞ্জ সমিতির অগ্রসর শিক্ষা কর্মসূচী অনুষ্ঠিত 

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ০৫:৩৪ পিএম

মুন্সিগঞ্জ: বিক্রমপুর-মুন্সিগঞ্জ কল্যাণ সমিতির উদ্যোগে টংগিবাড়ী উত্তর বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্রসর শিক্ষা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত কর্মসূচী অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিক্রমপুর-মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ভাইস চেয়ারম্যান এবং ইউনুছ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুছ। বিশেষ অথিতি ছিলেন সমিতির মহাসচিব মো. তাহিয়াত হোসেন। সঞ্চালনায় ছিলেন শামসুদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন মো. খোরশেদ আলম শেখ। ইউনুছ গ্রুপের পরিচালক কামরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

[240112]

অগ্রসর শিক্ষা কর্মসূচীতে বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, ১৮ জন শিক্ষার্থীকে ক্ষুদে ডাক্তারের অ্যাপ্রোন ও ৪ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ ইউনুছ বলেন, আমরা এলাকার শিক্ষা নিয়ে কাজ করতে চাই। আজকে অগ্রসর শিক্ষা কর্মসূচী শুরু হলো, পর্যায়ক্রমে এই কার্যক্রম অত্র এলাকায় ছড়িয়ে দিবো আমরা। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। আমরা চাই আজকের এই শিশুরা আগামীতে দেশ পরিচালনায় ভূমিকা রাখুক।

[243048]

এসআই/আইএ