বিদেশি বৃত্তি নিয়ে সুখবর পেলেন শিক্ষকরা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৫:২২ পিএম
ফাইল ছবি

ঢাকা: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ‘টিচার্চ ট্রেনিং’ এবং ‘জাপানিজ’ বৃত্তি নিয়ে শিক্ষক-কর্মকর্তাদের নতুন নির্দেশনা দিয়েছে। মঙ্গলবার থেকে আবেদন কার্যক্রম শুরু হয়েছে। অনলাইনে এ আবেদন করা যাবে ২০ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।

বুধবার (৭ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, আবেদন করার জন্য একটি প্রাথমিক তথ্যছক পূরণ করতে হবে, যা শিক্ষা মন্ত্রণালয়ের অনলাইন লিংক: http://202.4.112.150:3030/-এ দেওয়া আছে।

প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রাথমিক মনোনয়নের পর মনোনীত প্রার্থীদের জাপান দূতাবাস লিখিত ও মৌখিক পরীক্ষা নেবে।

বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন

পিএস