তিন বছর পর শ্রোতাদের সামনে চিরকুট

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৪, ২০১৬, ০৫:২০ পিএম

তিন বছর পর নতুন অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে আসছে তারুণ্যের জনপ্রিয় ব্যান্ড চিরকুট। এরই মধ্যে বেশিরভাগ গানের কাজ শেষ হয়েছে। ইয়োন্ডার অ্যাপে আগামী মাসের প্রথম দিকেই অ্যালবামটি প্রকাশের কথা জানিয়েছেন ব্যান্ডটির ভোকাল সুমি।

এদিকে চলতি মাসেই এটি প্রকাশের পরিকল্পনা থাকলেও ব্যান্ডটি শেষের দিকের কাজ গোছাতে আরও একটু সময় নিচ্ছে। চিরকুটের এ অ্যালবামে থাকবে মোট ৬টি গান। এর মধ্যে তিনটি গানের কাজ শেষ হয়েছে। আর তিনটি গানের কাজ এখন চলছে। ‘ভালোবাসলে কেন খিদে পায় না’, ‘গোল্লাছুট’ গানগুলোও অ্যালবামে থাকবে। অপ্রকাশিত গান হিসেবে ইতিমধ্যে এগুলো স্টেজে পারফর্ম করেছে চিরকুট।

ব্যান্ডটির সর্বশেষ অ্যালবাম ‘জাদুর শহর’ ২০১৩ সালে প্রকাশ পেয়েছিল। টাইটেলগানসহ এ অ্যালবামের গানগুলো শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়। এরপর দেশ-বিদেশের শো নিয়ে ব্যস্ত সময় পার করছে চিরকুট। চলতি প্রজন্মের ব্যান্ড হিসেবে নিজেদের পারফরম্যান্স দিয়ে এরই মধ্যে দেশের বাইরেও খ্যাতি অর্জন করেছে তারা।

চিরকুটের নতুন অ্যালবাম প্রসঙ্গে সুমি বলেন, আসলে স্টেজসহ বিভিন্ন ব্যস্ততা ছিল আমাদের। আর সময় নিয়েই গানগুলোর কাজ করতে চেয়েছি আমরা। তবে এবার আগামী মাসের প্রথম দিকেই অ্যালবামটি প্রকাশ করবো বলে ঠিক করেছি। নিজেদের স্টাইলেই গানগুলো করছি। আমার বিশ্বাস ভালো লাগবে শ্রোতাদের।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই