চৈতির ‘কাগজের নৌকো’

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৬, ২০১৬, ০৬:১২ পিএম

এবার একটি গানের মিউজিক ভিডিও নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন চৈতি মুৎসুদ্দি। গানের নাম ‘কাগজের নৌকো’। গানটির কথা ও সুর রচনা করেছেন উপল ইসলাম। আর সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির।

এটি চৈতির ক্যারিয়ারের প্রথম মৌলিক গান। গানটি অনেক আগেই প্রকাশ হয়েছে। তবে এবার এর ভিডিওর শুটিং শেষ করলেন তিনি। এ গানটির ভিডিও নির্মাণ করেছেন লিটু সোলায়মান।

এ প্রসঙ্গে চৈতি মুৎসুদ্দি বলেন, গান আমার প্রথম ভালোবাসা। সে কারণে আমি যেখানেই আর যেভাবেই থাকি না কেন, নিয়মিত গান করে যেতে চাই। এবার প্রথমবারের মতো মিউজিক ভিডিওর কাজ করলাম। ‘কাগজের নৌকো’ আমার খুব পছন্দের একটি গান। এটি যারাই শুনেছেন সবাই প্রশংসা করেছেন।

তারই ধারাবাহিকতায় এ গানটির ভিডিওর কাজ সম্প্রতি শেষ করলাম। ভিডিওতে একটি মেয়ের ভালোবাসা ও আবেগের জায়গাটা তুলে আনার চেষ্টা করা হয়েছে। খুব শিগগিরই ভিডিওটি বিভিন্ন টিভি চ্যানেল ও ইউটিউবে প্রকাশ করা হবে। আমার বিশ্বাস এটি ভালো লাগবে সবার।

এদিকে এই গান প্রকাশের পর পরই চৈতি মুৎসুদ্দি নিজের প্রথম একক অ্যালবামের কাজ শুরু করবেন বলেও জানিয়েছেন। সেই পরিকল্পনাই এখন করছেন তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই