কোরবানির ঈদের তিন ছবি

‘শুটার’ যখন ‘বসগিরি’ করবেন তখন ‘রক্ত’ ঝরবেই

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০১৬, ০৪:৫৬ পিএম

ঈদ মানেই নতুন পোশাক, সুস্বাদু খাবার, ছোট পর্দায় নানান অনুষ্ঠানের আনন্দ। তবে এখনও পর্যন্ত বিনোদনপ্রেমীদের আনন্দের সবচেয়ে বড় উপকরণ চলচ্চিত্র। এবারের ঈদেও বড় বাজেটের তিনটি ছবি দর্শক উপভোগ করতে পারবেন। 

একটা সময় ঈদ সামনে রেখে কমপক্ষে দুটি নতুন ছবি মুক্তি দেয়া হতো। দিন দিন এর সংখ্যা বেড়েছে। ঈদকে ঘিরে নতুন চলচ্চিত্র মুক্তি দেয়াটা আজ উৎসবে পরিণত হয়েছে। এরই মধ্যে দর্শক ছবির পোস্টার দেখে ঠিক করছেন কোন ছবিটি এবারের ঈদে বড় পর্দায় দেখবেন। 

এবারের ঈদে মুক্তি পেতে যাওয়া তিনটি ছবি হচ্ছে জাজ মাল্টিমিডিয়া থেকে ওয়াজেদ আলী সুমনের ‘রক্ত’, রাজু চৌধুরী পরিচালিত ‘শুটার’ ও শামিম আহমেদ রনির ‘বসগিরি’। এই তিনটি ছবির মধ্যে দুটি ছবি থাকছে শাকিব খানের। শাকিব অভিনীত ছবি দুটি হচ্ছে ‘শুটার’ ও ‘বসগিরি’। দুটি ছবিতেই নতুন নায়িকা উপহার দিচ্ছেন ঢালিউডের এই শীর্ষ নায়ক। তার নাম শবনম বুবলী। 

ঈদের ছবি নিয়ে শাকিব খান বলেন, গত ঈদে আমার অভিনীত ‘শিকারি’ ছবিটি দর্শক বেশ পছন্দ করেছেন। এবারের ঈদেও দুটি ভিন্ন ধাঁচের ছবি উপহার দেয়ার চেষ্টা করেছি। দুটি ছবির গান ও ট্রেইলার এরই মধ্যে দর্শক পছন্দ করেছেন। আশা করছি, দর্শক এবারের ঈদে দুটি ছবিই হলে গিয়ে দেখবেন। 

গত ঈদে ‘রানা পাগলা-দ্য মেন্টাল’ ছবিটি দর্শকদের উপহার দিয়েছেন পরিচালক শামিম আহমেদ রনি। এবারের ঈদে তিনি ‘বসগিরি’ ছবি নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন। এ ছবিটি নিয়ে বেশ আশাবাদী তিনি। 

‘বসগিরি’ প্রসঙ্গে রনি বলেন, ছবিতে ভিন্ন এক শাকিবকে দর্শক দেখতে পাবেন। ইতিমধ্যে দর্শক মহলে ছবির গান ও ট্রেইলার দারুণ প্রশংসিত হয়েছে। ঈদে ৯৫টি হলে ছবিটি মুক্তি পাবে। পেন ড্রাইভে করে ছবি কোনো হল মালিককে দেয়া হয়নি। একটু ভিন্নধর্মী গল্প নিয়ে ছবিটি নির্মাণের চেষ্টা করেছি। আশা করি, শাকিবের পাশাপাশি বুবলীর অভিনয় দেখে মুগ্ধ হবেন দর্শকরা। 

খান ফিল্মসের ব্যানারে ‘বসগিরি’ ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদেক বাচ্চু, মিজু আহমেদ, অমিত হাসান, মাজনুন মিজান, কলকাতার রজতাভ দত্ত। 

অন্যদিকে শাকিব খানের আরেক ছবি ‘শুটার’ এরই মধ্যে দেড়শ’র মতো সিনেমা হল বুকিং করে এগিয়ে রয়েছে। সুনান মুভিজের ব্যানারে এ ছবিটি ঢাকার বাইরের পাশাপাশি ঢাকায়ও সর্বোচ্চ সিনেমা হল পেয়েছে। এ ছবিটি পরিচালনা করেছেন রাজু চৌধুরী। 

ছবিটি নিয়ে প্রযোজক ইকবাল বলেন, রাজধানীসহ ঢাকা জেলার সব প্রেক্ষাগৃহের বুকিং শেষ পর্যায়ে রয়েছে। ঢাকা জেলার ছোট-বড় মিলিয়ে ১৩টি প্রেক্ষাগৃহে চলবে ছবিটি। মোট ১৫৬টি হলে এ ছবিটি মুক্তি পাবে। 

শাকিব খানের ‘শুটার’ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত নায়িকা বুবলী। এতে শাকিব অভিনয় করেছেন সূর্য চরিত্রে আর বুবলী লাবণ্যের ভূমিকায়। আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সম্রাট, শাহরিয়াজ, কবির তিথি, মিশা সওদাগর। 

আর বিগ বাজেটের ছবি ‘রক্ত’ নিয়ে ঈদে হাজির হচ্ছে জাজ মাল্টিমিডিয়া। এ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। এ ছবির মধ্য দিয়ে ভিন্ন লুকে হাজির হচ্ছেন পরী। ছবিতে একজন অ্যাকশন কন্যা হিসেবে তাকে দেখা যাবে। তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত রোশন। এতে আরও অভিনয় করেছেন অমিত হাসান, আশীষ বিদ্যার্থী, বিপ্লব চ্যাটার্জি, সুব্রত। 

‘রক্ত’ ছবিটি নিয়ে জাজের কর্ণধার আবদুল আজিজ বলেন, ছবিটি সারা দেশে ৬৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। তবে সংখ্যায় কম হল মনে হলেও দেশের সব বড় বড় সিনেমা হলে ছবিটি মুক্তি পাচ্ছে। 

আবদুল আজিজ বলেন, ‌‘রক্ত’ সিনেমাটি মূলত নারীপ্রধান গল্পের ছবি। এতে যেমন আছে অ্যাকশন, তেমনি আছে রোমান্স। বর্তমানের দর্শকরা যে ধরনের ছবি দেখতে চান ‘রক্ত’ তেমনই একটি ছবি। দর্শকরা ছবিটি পছন্দ করবেন বলে আশা করছি। ছবিটি ভারত থেকে প্রযোজনা করছে এসকে মুভিজ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি