এ তো মিনি দীপিকা!

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ১২:৫৯ পিএম

ঢাকা : নওয়াজউদ্দিন সিদ্দিকির মেয়ে শোরা সিদ্দিকি সম্প্রতি বাবার সঙ্গে আলিয়া কাশ্যপের বিয়েতে অংশ নিয়েছিলেন। আর তারপর থেকেই আলোচনায় এই তারকা-কন্যা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরার ছবিগুলো ছড়িয়ে পড়েতেই নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন শোরাকে। একজন লিখেছেন, ‘এ তো মিনি দীপিকা’।

আরেকজন লিখেছেন, ‘আমার তো মনে হচ্ছে দীপিকা পাড়ুকোন আর রাধিকা আপ্তেকে গুলে শোরা-কে তৈরি করেছে।’

অনুরাগের মেয়ে আলিয়া বুধবার মুম্বাইয়ে একটি জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানে শেন গ্রেগোয়ারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। নওয়াজউদ্দিন এবং শোরা এই দম্পতির বিবাহোত্তর সংবর্ধনায় অংশ নিয়েছিলেন। এসময় নওয়াজকে সবুজ শেরওয়ানি এবং শোরাকে সবুজ এথনিক পোশাকে দেখা যায়।

[239647]

এর আগে নওয়াজউদ্দিন জানান, তার মেয়ে শোরাও তার পদাঙ্ক অনুসরণ করে অভিনেত্রী হওয়ার পরিকল্পনা করছেন। মাঝে বাবা ও মেয়ের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল যখন নওয়াজ ও তার স্ত্রী আলিয়ার মধ্যে আইনি লড়াই চলছিল। তবে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছে বাবা আর মেয়ে।

নওয়াজ তার মেয়ের বলিউডে পা রাখা নিয়ে জানান, তিনি শোরার জন্য সবকিছু করবেন। মেয়েকে অ্যাক্টিং স্কুলে ভর্তি করিয়েছেন বলেও জানান নাওয়াজ। অভিনেতাকে সর্বশেষ অতিপ্রাকৃত হরর সিনেমা 'অদ্ভুত'-এ দেখা গিয়েছিল।

এমটিআই