বিয়ে করলেন শাকিলা পারভীন, পাত্র কে

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ১১:৪৫ এএম

ঢাকা: বিয়ে করেছেন বর্তমান সময়ের মডেল ও ছোট পর্দার অভিনেত্রী শাকিলা পারভীন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্বামীর সঙ্গে কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। 

বিয়ের তিনটি ছবি পোস্ট করে শাকিলা আরবি ও ইংরেজি ভাষায় একটি লাইন লিখেছেন, যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘আর আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি’।

শাকিলার পোস্ট থেকে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি বিয়ে করেছেন তিনি। ঘরোয়া আয়োজনেই সম্পন্ন হয়েছে বিয়ের সকল আনুষ্ঠানিকতা।

[244702]

বিয়ের সময় এই অভিনেত্রী পরেছিলেন রানী গোলাপী জমিনের ওপর ভারী কাজ করা বেনারসি। সঙ্গে ছিলো সোনালী নেটের ওড়না। আর তার বরের পরনে ছিলো অফ হোয়াইট শেরওয়ানি ও মেরুন ভ্যালভেটের পাগড়ি।

শাকিলা জানান, দুজনের আগে থেকেই পরিচয় ছিল। প্রায় ৮ বছরের বন্ধুত্ব। তবে সেটাকে প্রেম বলা চলে না। এরপর পারিবারিক সিদ্ধান্তেই ছোট করে বিয়ের আয়োজন।

এদিকে অভিনেত্রীর বিয়ের খবরে মডেল ও অভিনেতা ইমতু রাতিশসহ একাধিক শোবিজ তারকা শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখ্য, শাকিলা পারভিন ১৯৯৫ সালের ৯ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার ডাকনাম মুক্তি। বর্তমানে তিনি নিয়মিত নাটকে অভিনয় ও মডেলিং নিয়ে ব্যস্ত। শাকিলা পারভিন বিভিন্ন মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন।

ইউআর