খালাতো ভাইকে বিয়ের কথা স্বীকার করে পরীমণি বললেন, ‘হ্যাঁ, আমার সৎস্বামী ছিল’

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ০৮:৫৫ এএম
পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত নাম পরীমণি। অভিনয় জীবনের চেয়েও মাঝে মাঝে তার ব্যক্তিগত জীবনই বেশি আলোচনায় চলে আসে। সম্পর্ক, বিচ্ছেদ, বিয়ে— সবকিছু মিলিয়ে বারবারই মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে খবরে থেকেছেন তিনি। তবে এবার সরাসরি এক টেলিভিশন অনুষ্ঠানে হাজির হয়ে নিজের প্রেম ও বিয়েকে ঘিরে চর্চিত গুঞ্জনগুলোর জবাব দিলেন অকপটে—মজার ছলে, খোলামেলা ভঙ্গিতে।

সঞ্চালক রুম্মান রশীদ খানের করা এক প্রশ্ন— ‘এই মুহূর্তে তুমি কি সিঙ্গেল?’—এর উত্তরে পরীমণি সোজাসাপটা বললেন, না।

তবে পরক্ষণেই যখন সম্পর্কের বিষয়ে জানতে চাওয়া হয়, তিনি মৃদু হাসি দিয়ে বলেন, ‘জানি না।’ তার ভাষায়, ‘আমি নিজেই বিশ্বাস করি না। আমার সামহাউ সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয়। আর এই অনুভূতি থাকা ভালো।’

অনুষ্ঠানে পরীমণিকে প্রশ্ন করা হয়, তিনি আসলে কতবার বিয়ে করেছেন। উত্তরে তিনি বলেন, ‘একবার।’

তবে শরীফুল রাজসহ আরও কিছু নাম ঘিরে নানা গুঞ্জনের কথা টেনে সঞ্চালক জানতে চাইলে পরীমণি হেসে বলেন, ‘জানি না। ওরা মনে হয় সৎস্বামী—যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।’

রাজের সঙ্গে তার বিচ্ছেদ ইতোমধ্যেই স্পষ্ট। কিন্তু রাজের সঙ্গে বিয়েটা ভুল ছিল কি না—জানতে চাইলে পরীমণির জবাব, ‘না। আমার জীবনে কিছুই ভুল না। সবকিছুই একটা অভিজ্ঞতা।’

অনুষ্ঠানে উঠে আসে পরীমণির পুরোনো সম্পর্কের প্রসঙ্গও। খালাতো ভাই ইসমাইলকে তিনি বিয়েছিলেন কিনা জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, আমার সৎস্বামী ছিল।’

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইল মারা যান। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাদের পুরোনো ছবি ভাইরাল হয়ে গুঞ্জনের জন্ম দেয়।

সঞ্চালক যখন জানতে চান, তিনি কতবার বিয়ে করতে চান, পরীমণির রসিকতা ভরা উত্তর ছিল, ‘আমার ১২টা বিয়ের ইচ্ছা আছে। ছোটবেলায় বলতাম, এক ডজন বিয়ে করব। তখন বুঝিনি, এটা একদিন সত্যি গুজব হয়ে যাবে। যদি জানতাম, কখনোই বলতাম না!’

যদিও সাক্ষাৎকারটি ছিল অনেকটাই হাস্যরস ও হালকা মেজাজে, তবে পরীমণির কথাগুলো একধরনের আত্মবিশ্বাস, আত্মস্বীকৃতি এবং সামাজিক চাপকে পাশ কাটিয়ে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখার বার্তাই দেয়।

এম