বাংলা সিনেমার শীর্ষ তারকা শাকিব খান এবার হাজির হচ্ছেন একদম নতুন রূপে। শুক্রবার প্রকাশিত হলো তার নতুন সিনেমা ‘সোলজার’-এর পোস্টার, যা মুহূর্তেই দর্শক-ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছে।
কিছুদিন আগেই অন্তর্জালে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট গ্লিম্পস প্রকাশ পায়, তখন থেকেই ছবিটি নিয়ে আলোচনা তুঙ্গে। আজ সেই আগ্রহ আরও বাড়িয়ে দিলেন শাকিব নিজেই—নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন ‘সোলজার’-এর অফিসিয়াল পোস্টার।
পোস্টের ক্যাপশনে শাকিব লিখেছেন, ‘Your soldier at your service’— অর্থাৎ আপনার সৈনিক, আপনার সেবায়!
পোস্টারে দেখা গেছে শাকিব খানকে এক রহস্যময় ও দৃঢ়চেতা চরিত্রে—চোখে তীক্ষ্ণ দৃষ্টি, ঠোঁটের ওপরে মোটা গোঁফ, মুখভঙ্গিতে তীব্র আত্মবিশ্বাস। এই নতুন লুক সম্পূর্ণ ভিন্ন তার আগের সকল চরিত্র থেকে।
ভক্তদের পাশাপাশি সহশিল্পীরাও প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন মন্তব্য বিভাগ। অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, “দৃঢ় সৌন্দর্য ভাই!” অন্যদিকে এক ভক্তের মন্তব্য, “এ লুকে তাকে যেন রণবীর কাপুরের মতো লাগছে।”
সাকিব ফাহাদ পরিচালিত এই অ্যাকশন-ড্রামা ঘরানার ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এছাড়াও অভিনয় করছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমন, জান্নাতুল ফেরদৌস ঐশী ও রাকিন আবসার। ছবিটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে আগামী ডিসেম্বর মাসে।
এম