২৮ হাজার টাকার শাড়ি নিয়ে ফোন ধরছেন না তানজিন তিশা!

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ১০:৪০ এএম
তানজিন তিশা

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এক অনলাইন ফ্যাশন হাউসের সঙ্গে শাড়ি নিয়ে চুক্তি ভঙ্গের অভিযোগে নতুন বিতর্কে জড়িয়েছেন। উদ্যোক্তা দাবি করেছেন, তিশা প্রোমোশনাল উদ্দেশ্যে শাড়ি নিলেও ব্র্যান্ডের প্রচার করেননি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে জোর সমালোচনা।

বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে অনলাইন ফ্যাশন ব্র্যান্ড ‘এ্যাপোনিয়া’। এর কর্ণধার ঝিনুক গণমাধ্যমকে জানান, চলতি বছরের জানুয়ারিতে তানজিন তিশা ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি হলুদ জামদানি শাড়ি পছন্দ করেন। জনপ্রিয়তার ভিত্তিতে তিশাকে বিনা মূল্যে শাড়িটি দেওয়ার প্রস্তাব দেন তিনি, শর্ত ছিল—শাড়িটি পরে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ডটির প্রচার করতে হবে।

ঝিনুকের দাবি, তানজিন তিশা প্রথমে রাজি হয়ে শাড়ি বুঝে নিলেও এরপর দীর্ঘ ১০ মাসেও চুক্তি অনুযায়ী ছবি প্রকাশ করেননি। বরং একপর্যায়ে বারবার অনুরোধ সত্ত্বেও যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এখন উদ্যোক্তার স্পষ্ট দাবি, “অথবা শাড়ির মূল্য ফেরত দিতে হবে, নতুবা আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

তিশা অবশ্য অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। নিজের সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লিখেছেন, “গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক! হাহা! আর ফটোশুটই যদি করাতে চান, পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম।”

এই প্রতিক্রিয়া ঘিরে সামাজিক মাধ্যমে মতভেদ তৈরি হয়েছে। কেউ কেউ তিশার সপক্ষে অবস্থান নিয়েছেন, আবার কেউ বলছেন, বিনিময় চুক্তির শর্ত না মানা প্রতারণার শামিল।

এদিকে বিতর্ক যখন তুঙ্গে, তখন তানজিন তিশা শুটিং করছেন তার প্রথম চলচ্চিত্র ‘সোলজার’-এর। সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। পরিচালনা করছেন সাকিব ফাহাদ। তবে চলচ্চিত্রটির বিষয়ে তিশা এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি কিংবা সোশ্যাল মিডিয়াতেও এর প্রচার শুরু করেননি।

এম