মৌসুমীর সঙ্গে ডিভোর্সের গুঞ্জণ, ক্ষোভ ঝাড়লেন ওমর সানী

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৩:৪৬ পিএম
ফাইল ছবি

পর্দার জনপ্রিয় জুটি এবং বাস্তব জীবনের দম্পতি ওমর সানী ও মৌসুমী দীর্ঘদিন ধরে দুই ভিন্ন দেশে বসবাস করছেন। এ নিয়ে অনেকের মধ্যে নানা গুঞ্জন ও জল্পনা চলছে। সম্প্রতি একটি চলচ্চিত্র অনুষ্ঠানে অংশ নিয়ে ওমর সানী ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা আলাদা হয়ে গেছি, এমন এমন হয়েছে—এসব কথা প্রায়ই শুনতে হয়। কিন্তু আমরা এ নিয়ে মোটেও চিন্তিত নই। কিছু নিম্নমানের মানসিকতার লোক এসব ছড়ায়। অসভ্য কিছু মানুষ মনে করে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি।"

ওমর সানী বাংলাদেশে থাকলেও মৌসুমী দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এই দূরত্বের কারণে তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠছে। কেউ কেউ তাঁদের সম্পর্কের অস্তিত্ব নিয়েও সন্দেহ প্রকাশ করেন। এসব প্রশ্নের জবাবে ওমর সানী কঠোর ভাষায় বলেন, "অসভ্যের মতো কিছু লোক ভাবে আমরা আলাদা হয়ে গেছি।"

এর আগে মাছরাঙা টেলিভিশনের একটি পডকাস্টে অংশ নিয়ে একই ধরনের প্রশ্নের সম্মুখীন হন তিনি। সেখানে একসঙ্গে থাকা কি না—এমন প্রশ্নের জবাবে ওমর সানী বলেন, "অনেকেই জ্যোতিষী সেজে যান। কেউ হাত দেখে ভবিষ্যৎ বলেন। যার যা খুশি। পাগলের সংখ্যা আগের চেয়ে বেড়েছে। কেউ কেউ তো ডিভোর্স লেটার দেখতেও চান। এসব নিয়ে আর কিছু বলার নেই।"

মৌসুমীর যুক্তরাষ্ট্রে অবস্থানের কারণ ব্যাখ্যা করে সেই পডকাস্টেই ওমর সানী বলেন, "সবাই যেন স্পষ্টভাবে জানতে পারেন, তাই বিষয়টি পরিষ্কার করা দরকার। আমার শাশুড়ি দীর্ঘদিন ধরে অসুস্থ। মায়ের পাশে থাকার জন্যই মূলত মৌসুমী সেখানে রয়েছেন। আমাদের মেয়েও সেখানে আছে। তাদের দেখভাল তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো পরিবারের জন্যই এমন সময়ে ত্যাগ স্বীকার করতে হয়। আমি জানি, মৌসুমী মায়ের জন্য অনেক কষ্ট সহ্য করছেন। প্রতিদিনই আমাদের পারিবারিক ফেসবুক গ্রুপে এসব নিয়ে আলোচনা হয়। খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে।" প্রায় দুই বছর ধরে মৌসুমী যুক্তরাষ্ট্রে রয়েছেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, মৌসুমী বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভের প্রক্রিয়ায় রয়েছেন। এ কারণেই তিনি দীর্ঘ সময় সেখানে অবস্থান করছেন। এর মধ্যে ওমর সানীরও যুক্তরাষ্ট্র যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় যেতে পারেননি। তবে তিনি নতুন করে ভিসার জন্য আবেদন করেছেন।

এসবিআর