ঐশীর সঙ্গে আরিফিন শুভ’র ‘অন্তরঙ্গ ভিডিও’ ভাইরাল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০৮:৫২ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনার ঝড়। কয়েকদিন আগে অভিনেত্রী ঐশীর সঙ্গে ছবি পোস্ট করে আলোড়ন তোলার পর এবার নতুন করে ভাইরাল হয়েছে দুজনের একটি ‘অন্তরঙ্গ’ ভিডিও।

গতকাল সন্ধ্যা থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়-নদীর ধারে কাশবনের ভেতর ঐশীকে চুমু খাচ্ছেন আরিফিন শুভ। মুহূর্তেই ভিডিওটি হাজারো ব্যবহারকারীর টাইমলাইনে জায়গা করে নেয়। অনেকে বিস্ময় প্রকাশ করেছেন, কেউ আবার ধারণা করেছেন-এটি হয়তো নতুন কোনো ব্যক্তিগত ভিডিও।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি ব্যক্তিগত নয়; বরং এটি আসন্ন সিনেমা ‘নূর’–এর একটি গানের দৃশ্য। এখনো সিনেমাটির কোনো গান আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়নি। তার আগেই অজ্ঞাত কেউ গানের একটি ক্লিপ সোশ্যালে ছেড়ে দেন। এরপর থেকেই ভিডিওটি নতুন করে আলোচনায় উঠে এসেছে।

রায়হান রাফী পরিচালিত ‘নূর’ নিয়ে দর্শকের আগ্রহ আগেই তৈরি হয়েছিল। আরও জানা গেছে, সিনেমাটি প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পাবে একটি ওটিটি প্ল্যাটফর্মে। তবে কবে মুক্তি পাবে—এ বিষয়ে নির্মাতা কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান এখনো কোনো ঘোষণা দেয়নি।

এদিকে ছবিটি নিয়ে আলোচনার মধ্যেই আরিফিন শুভ ব্যস্ত হয়ে পড়েছেন তার নতুন সিনেমার শুটিংয়ে। নাম চূড়ান্ত না হওয়া এ ছবিতে শুভর বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। সিনেমাটি পরিচালনা করছেন সাইফ চন্দন। শুটিং ইউনিটের একটি সূত্র জানায়, পুরো টিম বর্তমানে ঢাকায় টানা কাজ করছে।

শুভ-ঐশীর ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে নেটদুনিয়ার উত্তাপ কমার কোনো লক্ষণ নেই এখনো। অনেকেই মন্তব্য করছেন-রাফীর ছবিতে বরাবরের মতো এবারও দর্শকরা রসায়ন ও ইমোশন একসঙ্গে দেখতে পাবেন। তবে নির্মাতার দল ভিডিও ফাঁসের ঘটনায় বিরক্তি প্রকাশ করেছে বলেও জানা গেছে।

এসএইচ