হিল্লোল-তিশার ‘রূপকথার রাজপুত্র’

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৬, ২০১৬, ০১:২৬ পিএম

ঢাকা: দরিদ্র ঘরের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি রূপা। ঘরে অসুস্থ মা, বাবা আর স্কুল পড়ুয়া দুই ভাই বোন। পুরো সংসারের খরচ টানতে রীতিমত হাঁপিয়ে ওঠে সে। কিন্তু কারো মুখ মলিন হতে দেয় না কখনো। একসময় তার বিয়ের প্রস্তাব আসে। পাত্র রোমেল তাকে পছন্দ করে আংটি পরিয়ে দিয়ে যায়। একদিন সেই আংটিটা দোকানে বিক্রি করে দেয় রূপা। সেদিনই একজন রোমেলকে ফোন করে রূপা সম্পর্কে বাজে কথা বলে বিয়েটা ভেঙ্গে দিতে চায়।

রোমেল বুঝতে পারে ফোনের ওপাশের লোকটা তাদের বিয়ের ঘটক। এরপর ঘটকের কাছে গিয়ে রোমেল জানতে পারে আসল ঘটনা। এই কাজ করার জন্য রূপা ঘটককে অনুরোধ করেছিলো। কারন রূপা তার পরিবারকে অসহায় ফেলে রেখে বিয়ে করতে চায় না- এমন গল্প নিয়ে এগিয়ে যায় টেলিফিল্ম ‘রূপকথার রাজপুত্র’।

ইউসুফ আলী খোকনের রচনায় এটি পরিচালনা করেছেন তাসলিমা মুক্তা। অভিনয় করেছেন হিল্লোল, তিশা প্রমুখ। ১৭ নভেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্মটি।

সোনালীনিউজ/ঢাকা/এমটিএল