ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৩ বিভাগে শ্রেষ্ঠ ইরান

  • বিনোদন প্রতিবেদক  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২১, ২০১৭, ০৮:৫৬ পিএম

ঢাকা: ১৫তম  ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষে তিন বিভাগে শ্রেষ্ঠ হয়েছে ইরান। বিভাগ তিনটি হচ্ছে ছায়াছবি, অভিনয় ও পরিচালনায়। এই তিনটি বিভাগের সেরা পুরস্কারগুলো ছিনিয়ে নিয়েছে দেশটি।

জানা গেছে, ঢাকা চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে রেজা মির কারিমি’র পরিচালনায় নির্মিত দোখতার বা ‘কন্যা’ শীর্ষক ছায়াছবি শ্রেষ্ঠ ছায়াছবির পদকটি ছিনিয়ে নেয়। একই ছায়াছবিতে অভিনয়কারী ফরহাদ আসলানি পেয়েছেন সেরা অভিনয়ের পুরস্কার। 

অন্যদিকে ‘ম্যালেরিয়া’ শীর্ষক ছায়াছবি পরিচালনার জন্য সেরা পরিচালক হওয়ার গৌরব অর্জন করেছেন ইরানের পারভিজ শাহবাজি। 

এবারের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছিল গত ১২ জানুয়ারি। গতকাল (২০ জানুয়ারি) ছিল উৎসবের শেষ দিন। 

সোনালীনিউজ/আতা