শাকিব একাই চলচ্চিত্র মাত করছে: তথ্যমন্ত্রী

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৭, ২০১৭, ০২:৪৯ পিএম

ঢাকা: এখনতো শাকিব খান একাই মাত চলচ্চিত্র মাত করছে। তার ওপরই বাংলাদেশের ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে  বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি এই ইন্ডাস্ট্রি শক্তিশালী করতে সবাইকে এগিয়ে আসার  আহ্বান জানিয়েছেন। শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডির একটি রেস্তোরাঁয় নতুন একটি ছবির মহরতে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন।

তথ্যমন্ত্রী ইনু বলেন, বর্তমান সময়ে সবচেয়ে বেশি শক্তিশালী মাধ্যম হলো চলচ্চিত্র। এ জন্য আমরা বলি, চলচ্চিত্র যা পারে রাজনীতিবিদরা তা পারে না। চলচ্চিত্র ইন্ডাস্ট্রি রাজ্জাক-কবরীর মতো অভিনেতাদের হাত ধরে শুরু হলেও বর্তমানে একা শাকিবের ওপরই ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে।

ওই মহরত অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর গড়ে দিয়ে যাওয়া চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নির্মাণের পর থেকেই কিন্তু আমরা সাফল্যের সাথে রাজ্জাক, কবরীর মতো অভিনেতাদের হাত ধরে লাহোর, মুম্বাই, কলকাতার সিনেমার থেকেও সমৃদ্ধ সিনেমা করেছি। কবরীর পর ববিতা, তারপর শাবানা চলচ্চিত্রে এসেছেন। তাদের সিনেমা সাধারণ মানুষ দারুণভাবে গ্রহণ করেছে।

এখনতো শাকিব খান একাই মাত করছে। তার ওপরই এখন আমাদের চলচ্চিত্রের সাফল্য-ব্যর্থতা নির্ভর করছে। বাকিদেরও এগিয়ে আসতে হবে। তবেই আমাদের চলচ্চিত্র আরও সমৃদ্ধ হবে।

সোনালীনিউজ/বিএইচ