৫০ বছর পর উদ্ধার ‘ময়নামতি’, মাদ্রাজে চলছে ঘষামাজা (ভিডিও)

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১২, ২০১৮, ১১:০৪ এএম

ঢাকা: ৫০ বছর পর দর্শক নন্দিত সিনেমা ‘ময়নামতি’র প্রিন্ট উদ্ধার হল, এখন মাদ্রাজে চলছে ঘষামাজার কাজ। নায়ক রাজ রাজ্জাক ও কবরী অভিনীত সত্তরের দশকের আলোচিত ছবি ‘ময়নামতি’। প্রখ্যাত নির্মাতা কাজী জহির পরিচালিত এক সময়ের সাড়া জাগানো এই ছবি বড় পর্দায় মুক্তির প্রায় ৫০ বছর পর ছোট পর্দায় আসতে চলেছে। চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখানো হবে ছবিটি।

ইতোমধ্যেই ‘ময়নামতি’র বস্তাবন্দি ৩৫টি রিলের প্রিন্ট উদ্ধার করে মাদ্রাজ পাঠানো হয়েছে। কারেকশন ও ঝকঝকে করে হার্ডড্রাইভে সংযুক্ত করে আনা হচ্ছে দুষ্প্রাপ্য ‘ময়নামতি’র প্রিন্ট। মাদ্রাজে প্রযুক্তি ভাণ্ডারে এখন চলছে পুরোদস্তর ঘষামাজার কাজ।

ছবিটি আসন্ন ঈদুল আজহা উপলেক্ষ্যে চ্যানেল আইয়ের পর্দায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে। এই ছবির মধ্য দিয়ে ধারনা করা হচ্ছে হয়তো দর্শকদের মুখে মুখে আবার ফিরবে সৈয়দ শামসুল হকের লেখা এবং বশির আহমেদের গাওয়া সেই বিখ্যাত গানের বাণী ‘অনেক সাধের ময়না আমার বাঁধন কেটে যায়…। মিসে কেন শিকল দিলি রাঙা দুটি পায়।’

ভিডিও দেখুন-


সোনালীনিউজ/বিএইচ