যৌন হয়রানি নিয়ে মুখ খুললেন কণ্ঠশিল্পী লতা মুঙ্গেশকর

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৬, ২০১৮, ১২:২৮ পিএম
কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর

ঢাকা: এবার যৌন হয়রানি নিয়ে মুখ খুললেন কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। নারীদের যৌন হয়রানির প্রতিবাদে শুরু হওয়া হ্যাশট্যাগ ‘মি টু’ (#me too) আন্দোলন নিয়ে বিশ্বের দেশে দেশে চলছে তোলপাড়। অনেকেই এই আন্দোলনে যোগ দিয়েছেন, সমর্থন জানিয়ে কথা বলছেন। 

উপমহাদেশের এই প্রবাদপ্রতিম কণ্ঠশিল্পী মনে করেন, প্রত্যেক নারীকেই সম্মান জানানো উচিত। এটি তার জন্মগত অধিকার। তিনি জানিয়েছেন, যদি তার সঙ্গে কখনও যৌন হযরানির ঘটনা ঘটত, তবে অপরাধী কোনোদিন পার পেতেন না।

তার মতে, একজন চাকরিজীবী নারীকে অবশ্যই সম্মান জানানো উচিত। তাকে প্রাপ্য স্থান দেয়া প্রয়োজন। যদি কেউ কোনো নারীকে অপমান করেন, তার উচিত সেই ব্যাক্তিকে সবক শেখানো।

এ সময় নিজের বায়োগ্রাফি নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আত্মজীবনীতে সব কথা লেখা যায় না। সব মানুষ আত্মজীবনীতে সত্যি কথা জানাতে পারেন না। কারণ এর সঙ্গে অন্য মানুষের জীবনও জড়িয়ে থাকে। মিথ্যা বলা হলে পাঠকদের ঠকানো হয়। আমি তা করতে চাই না।

সোনালীনিউজ/বিএইচ