বঙ্গভবনে ‘ফাগুন হাওয়ায়’, খুশি রাষ্ট্রপতি

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০১৯, ০৪:০৩ পিএম
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ-‘ফাগুন হওয়ায়’ পোস্টার

ঢাকা: ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পরিপূর্ণ প্রতিচ্ছবি সিনেমায় দেখতে পেয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বেশ খুশি হয়েছেন। ছবিটি দেখার পর তিনি বললেন, ‘নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে ও মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত করবে এই ছবি। ঠিক এভাবেই ভাষা আন্দোলন নিয়ে লেখক, গবেষক, নাট্যকার ও চলচ্চিত্রকারদের আরও বেশি করে কাজ করতে হবে।’

 বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ‘ফাগুন হাওয়ায়’ টিম

১৫ ফেব্রুয়ারি বিকালে বঙ্গভবনের দরবার হলে ‘ফাগুন হওয়ায়’ চলচ্চিত্রটির একটি বিশেষ প্রদর্শনী শেষে এমনটাই মন্তব্য করেন রাষ্ট্রপতি।
প্রদর্শনী অনুষ্ঠানে রাষ্ট্রপতির হাতে স্মারক তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম লি., চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

বঙ্গভবনে চলচ্চিত্রটি প্রদর্শনের সুযোগ করে দেয়ায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান তারা। এ সময় আরও উপস্থিত ছিলেন ‘ফাগুন হওয়ায়’-এর শিল্পী ও কলাকুশলীবৃন্দ।


সোনালীনিউজ/বিএইচ