ইরান ছাড়তে চাওয়া বাংলাদেশিদের জন্য বার্তা দিল দূতাবাস

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৮, ২০২৫, ০৯:২৭ এএম

ইরানে বৈধভাবে যারা অবস্থান করছেন এবং যারা ইরান ছাড়তে চান তাদের পাসপোর্টের কপি চেয়েছেন তেহরানে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ ইসলাম। মঙ্গলবার (১৭ জুন) ফেসবুকে এক পোস্ট এ তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে ওয়ালিদ ইসলাম লেখেন, ‘ইরানে বৈধভাবে যারা অবস্থান করছেন এবং ইরান ছাড়তে আগ্রহী যারা, তারা আজ রাতের ভেতরই আপনাদের পাসপোর্টের কপি oalid.islam@mofa.gov.bd ই-মেইলে পাঠান দয়া করে। কেউ ভেঙে পড়বেন না।

ইনশাআল্লাহ, আপনাদের সেইফলি ইরান ছাড়ার ব্যবস্থা করা হবে।’

তিনি আরো লেখেন, ‘অবৈধ যারা আছেন তাদের যার যার কাছে পাসপোর্ট/NID/সুরক্ষা সেবা বিভাগ অথবা নিজ উপজেলার UNO'র চিঠি আছে তারা দয়া করে oalidjob@gmail.com-এ এগুলো প্রেরণ করুন। কথা দিচ্ছি, সেইফলি আমরা ইরান ছাড়ব, ইনশাআল্লাহ।’

পিএস