ঢাকা: ডেঙ্গু প্রতিরোধে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ আগের মতো দেখা যাচ্ছে না। সচেতনতার অভার রয়েছে সাধারণ জনগণেরও। এতে করে প্রতিদিনই কেউ না কেউ আক্রান্ত হয়েছে মশাবাহিত এই রোগটিতে। আক্রান্তদের মধ্যে আবার কেউ কেউ মারাও যাচ্চেন। রোগটিতে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে ১৭ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনের তথ্যমতে, চলতি সপ্তাহে (২৯ নেভেম্বর থেকে ৫ ডিসেম্বর) ডেঙ্গুতে ১৭ জনের মৃত্যু হয়েছে এবং ৩ হাজার ৬৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
পরিসংখ্যান অনুযায়ী, ২৯ নভেম্বর কারও মৃত্যু না হলেও ৫৭২ জন হাসপাতালে, ৩০ নভেম্বর পাঁচজনের মৃত্যু এবং ৬৩৬ জন হাসপাতালে, ১ ডিসেম্বর দুইজনের মৃত্যু এবং ৬১০ জন হাসপাতালে, ২ ডিসেম্বর দুইজনের মৃত্যু এবং ৫৬৫ জন হাসপাতালে, ৩ ডিসেম্বর পাঁচজনের মৃত্যু এবং ৪৯০ জন হাসপাতালে, ৪ ডিসেম্বর তিনজনের মৃত্যু এবং ৫৬৫ জন হাসপাতালে, ৫ ডিসেম্বর কারও মৃত্যু না হলেও ২০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি মাসে (ডিসেম্বর) এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে ২ হাজার ৪৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। মারা গেছেন ১২ জন।
এ ছাড়া চলতি বছর ৫ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬ হাজার ৮২৭ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৪ হাজার ৬২৪ জন। মারা গেছেন ৩৯৪ জন।
পিএস