ঐতিহ্যবাহী নৌকা বাইচ

  • নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৫, ২০১৮, ১২:২৯ পিএম

চট্টগ্রাম: জেলার দোহাজারী শঙ্খ নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা বৃহস্পতিবার (২৩ আগস্ট) বিকেলে দোহাজারী চাগাচর বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও সর্বস্তরের জনসাধারণের জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

এ নৌকা বাইচ প্রতিযোগীতার উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী।

সাইফুদ্দিন মানিকের সঞ্চালনায় মুহাম্মদ লোকমান হাকিমের সভাপতিত্বে চট্টগ্রাম জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য শাহিদা আক্তার জাহান, চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম বদরুদ্দোজা, চন্দনাইশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া, দোহাজারী তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিদ্যুৎ কুমার বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ সহ সমাজের বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষ্যে এলাকা জুড়ে শুরু হয়েছিল উৎসবের আমেজ। এসময় শঙ্ক নদীর দু-কুলে যেন হাজারো মানুষের মিলন মেলায় পরিণত হয়। এ প্রতিযোগীতায় খাগরিয়া ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন