বৈশ্বিক নেতাদের আমন্ত্রণ জানিয়েছে জাতিসংঘ

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২০, ২০১৬, ১২:১১ পিএম

সোনালী নিউজ ডেস্ক

প্যারিস জলবায়ু সম্মেলনে হওয়া ঐতিহাসিক সমঝোতার চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে বিশ্বের সব নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। ২২ এপ্রিল আন্তর্জাতিক ধরিত্রী দিবসে নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে এই চুক্তি স্বাক্ষরিত হবে।

জাতিসংঘ মহাসচিব চুক্তি স্বাক্ষরের দিনে বৈশ্বিক নেতাদের পাশাপাশি ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদেরও আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রণপত্রে জাতিসংঘ মহাসচিব বলেছেন, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বৈশ্বিক নেতাদের অংশগ্রহণ নতুন চুক্তির চূড়ান্ত হওয়ার পথটা মসৃণ করে তুলবে।

উল্লেখ্য, গত ডিসেম্বরে প্যারিসে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে কার্বণ নিঃসরণ কমিয়ে টেকসই ও স্থিতিস্থাপক ভবিষ্যত নির্মাণে কিছু পদক্ষেপ ও বিনিয়োগের বিষয়ে বিশ্বের ১৯৫ টি দেশের মধ্যে সমঝোতা স্বাক্ষর হয়। যার মধ্যে রয়েছে এই শতাব্দীতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা হবে। এছাড়া জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত ও উন্নয়নশীল দেশগুলোকে অর্থনৈতিকভাবে সহায়তা করা হবে।

উল্লেখ্য, এই চুক্তির আইনি বৈধতা লাভের জন্য বিশ্বের ৫৫ ভাগ কার্বন নিঃসরণের জন্য দায়ী ৫৫ টি দেশের অনুমোদন প্রয়োজন।

সোনালীনিউজ/এমএইউ