ইসরাইলের ছোড়ো ড্রোন ভূপাতিত করলো হিজবুল্লাহ

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০১৯, ০৭:৩৭ পিএম

ঢাকা: ইসরাইলের ছোড়ো আরো একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে লেবননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ।  গোষ্ঠীটির এক কর্মকর্তার বরাতে ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি এ তথ্য জানিয়েছে। 

প্রেস টিভি জানায়, সোমবার লেবাননের রামইয়া এলাকা লক্ষ্য করে ড্রোন ছোড়ে ইসরাইল। এসময় নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তা প্রতিহত করা হয়। লেবানন সীমান্তে ইসরাইলি সেনাবাহিনী এবং হিজবুল্লাহ'র মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে নতুন করে ড্রোন ভূপাতিত করার খবর পাওয়া গেলো।

এর আগে, গেল ২৪ আগস্ট হিজবুল্লাহ'র স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। হামলায় দুই সদস্য নিহত হয় বলে জানায় গোষ্ঠীটি। এর জবাবে ইসরাইলি নিরাপত্তা বাহিনী লক্ষ্য করে ট্যাঙ্কার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ।

লেবাননের রাজধানী বৈরুত লক্ষ্য করে ড্রোন হামলা চালায় তেল আবিব। তবে ওই ড্রোন আকাশেই ধ্বংস করে দেয়ার দাবি করে শিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

সোনালীনিউজ/এমএএইচ