সীমান্তে ভারত-পাকিস্তান গোলাগুলি, সেনাসহ নিহত ৩

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২০, ২০১৯, ০১:০৪ পিএম

ঢাকা : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী জেলা কুপওয়ারায় পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে আচমকা গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ২ ভারতীয় সেনাসহ অন্তত তিনজনের প্রাণহানি হয়েছে। মর্মান্তিক এ হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে আটজন। যাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

এ দিকে সেনাবাহিনী পাঠানো বিবৃতির বরাতে গণমাধ্যম ‘পিটিআই’ জানায়, রোববার (২০ অক্টোবর) ভোরে পাকিস্তানি সেনা সদস্যরা কুপওয়ারার তাংঘার সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘনের মাধ্যমে আচমকা গুলি বর্ষণ শুরু করে। এতে সেখানকার দুটি বাড়ি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, মর্মান্তিক এ হামলায় দুই ভারতীয় সেনাসহ একজন বেসামরিকের প্রাণহানি হয়। এতে আরও বেশ কিছু লোক গুরুতরভাবে জখম হন।

অপর দিকে গত সপ্তাহেও পাক সেনাবাহিনী বেশ কয়েকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে ভারত। সে সময় দুদেশের নিয়ন্ত্রণ রেখার বারামুল্লা এবং রাজৌরি সেক্টরে পাক সেনাবাহিনীর গুলিতে দুই ভারতীয় জাওয়ান নিহত হয়।

অভিযোগ রয়েছে চলতি বছরের কেবল জুলাই মাসেই অন্তত ২৯৬ বার, আগস্টে ৩০৭ এবং সেপ্টেম্বরে ২৯২ বার পাকিস্তানি সেনারা তাদের যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

ভারতীয় কেন্দ্র সরকারের পক্ষ থেকে এক প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত সম্পূর্ণ বিনা উস্কানিতে মোট দুই হাজার ৫০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। আর এতে ভারতের সেনাসহ অন্তত ২১ জনের প্রাণহানি হয়। রসূত্র : ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’

সোনালীনিউজ/এএস