জম্মু-কাশ্মীরে ৩ ভারতীয় সেনার মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০১৯, ১০:০৬ এএম

ঢাকা : শীতের শুরুতে একের পর এক তুষার ধসে বিপর্যস্ত জম্মু- কাশ্মীর থেকে লাদাখ। মঙ্গলবার জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার টাংধর এলাকায় তুষার ধসে তিন ভারতীয় জওয়ান প্রাণ হারিয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এছাড়া সেখান থেকে আরও এক সেনাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। গত কয়েক সপ্তাহে ওই এলাকায় তুষারধসের ঘটনায় বেশ কয়েকজন সেনা প্রাণ হারিয়েছেন।

এর আগে গত শনিবার লাদাখের দক্ষিণাঞ্চলীয় সিয়াচেনে তুষারধসে দুই সেনা নিহত হয়। এটা সিয়াচেনে দ্বিতীয় দুর্ঘটনা। তার দু'সপ্তাহ আগে অর্থাৎ গত ১৮ নভেম্বর সেখানে চার সেনা এবং আরও দুই বেসামরিক তুষারধসে নিহত হয়েছে।

শীতকালে ওই অঞ্চলে তুষারধস এবং ভূমিধসের ঘটনা প্রায়ই ঘটে থাকে। অনেক সময় সেখানকার তাপমাত্রা মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়।

সোনালীনিউজ/এমটিআই