আজই মুখ্যমন্ত্রিত্ব ছাড়ছেন মমতা

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৫, ২০১৬, ০২:০১ পিএম

আজই মুখ্যমন্ত্রিত্ব ছাড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন মন্ত্রিসভায় শপথের আগে তাকে সাময়িক দায়িত্বভার দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

আজ দুপুর ২টায় ইস্তফাপত্র নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে ২০১১ সালের মন্ত্রিসভা ভেঙে নিজের মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেবেন মমতা। মূলত, নির্বাচনের পর নতুন সরকার ক্ষমতায় আসার পর আগের সরকারের মন্ত্রিসভা ভেঙে দিতে হয়। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীকেও ইস্তফা দিতে হয়।

আগামী ২৭ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দ্বিতীয় বারের জন্য শপথ নেবে তৃণমূল সরকার। এবারই প্রথা ভেঙে রাজভবনের পরিবর্তে রেড রোডে শপথ নেবে নতুন মন্ত্রিসভা। দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে আসীন হতে চলেছেন মমতা।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ