৪২ মন্ত্রী নিয়ে আজ মমতার শপথ

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৭, ২০১৬, ১১:৫১ এএম

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় শপথ নেবেন আজ  শুক্রবার। তার সঙ্গে শপথ নেবেন নতুন মন্ত্রীসভার ৪২ সদস্যও। কলকাতার রেড রোডে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

স্থানীয় সময় বেলা ১২টা ৪৫ মিনিটে শপথ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বেলা দুটোর মধ্যে শেষ হবে মন্ত্রীসভার শপথ পাঠ। সময় আর বৃষ্টির কথা মাথায় রেখে আলাদাভাবে নয় বরং কয়েকটি দলে ভাগ করে মন্ত্রীদের শপথ পাঠ করানো হবে। 

বাংলা ছাড়াও ইংরেজি, উর্দু ও হিন্দি ভাষায় পাঠ করানো হবে শপথ বাক্য। চা চক্রের বিরতীর পর বেলা তিনটে নাগাদ নবান্নে যাবেন মুখ্যমন্ত্রী ও মন্ত্রীসভার সদস্যরা। সেখানে মমতাকে গার্ড অব অনার দেয়া হবে। পরে দপ্তরে পৌঁছানোর পর আজই অনুষ্ঠিত হবে মন্ত্রীসভার প্রথম বৈঠক। বৈঠকের পর মন্ত্রীদের দপ্তর ভাগ করা হবে।

এদিকে, বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে শপথ অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা গেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সঙ্গে উপহার হিসেবে নিয়ে গেছেন ইলিশ মাছ।

সোনালীনিউজ/ঢাকা/আমা