ট্রাম্পের সমাবেশে ফের সংঘর্ষ

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৮, ২০১৬, ০৪:০৪ পিএম

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমর্থক এবং বিরোধীরা ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো শহরে সংঘর্ষে জড়িয়েছে।

ট্রাম্পের বিরোধীরা সান দিয়েগো কনভেনশন সেন্টারের বাইরে ট্রাম্প সমর্থকদের লক্ষ্য করে পাথর ও পানির বোতল নিক্ষেপ করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সময় শুক্রবার রাতের এ ঘটনায় পুলিশ ১২ জনকে আটক করেছে।

দুই পক্ষের মধ্যে ঝামেলা এড়াতে দাঙ্গা সাজে অবস্থান নিয়েছে পুলিশ।

বিক্ষোভকারী মার্থা ম্যাকফায়েল বলেন, ‘আমি ডোনাল্ড ট্রাম্পের বিদ্বেষপ্রসূত, গোঁড়া, বর্ণবাদী ভাষা এবং ঔদ্ধত্যপূর্ণ ও অসহিষ্ণু আচরনের বিরোধী।’

৭ জুনের ক্যালিফোর্নিয়া প্রাইমারি সামনে রেখে মেক্সিকো সীমান্ত সংলগ্ন শহরটিতে অবস্থান করছেন ট্রাম্প।

তিনি অবৈধ অভিবাসী ঠেকাতে সীমান্ত দেয়াল তৈরির অঙ্গীকার করেছেন।

সোনালীনিউজ/এইচএআর