আইএস নিধনের ‌‘অস্ত্র’ বলিউডি সঙ্গীত!

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২, ২০১৬, ১১:৪১ এএম

ইসলামিক স্টেটের (আইএস) উপর শারীরিক আঘাতের পাশাপাশি মানসিক আঘাতও আনতে যাচ্ছে ব্রিটিশ সেনা বাহিনী। জানা গেছে, লিবিয়ায় আইএস বিনাশে ব্রিটিশ সেনাদের নতুন অস্ত্র হতে যাচ্ছে বলিউডি সঙ্গীত। কারণ আইএসের আইন অনুযায়ী বলিউডি যেকোনও রকমের জাঁক-জমক তাদের প্রথার বিরুদ্ধ।

জানা গেছে, লিবিয়াতে আইএসের বিরুদ্ধে লড়াই করতে যাওয়া সেনাদের কাছে আইএস নিধনের এই নতুন ফর্মুলা নিয়ে এসেছিল পাক বংশোদ্ভূত এক গোয়েন্দা। এরপরেই এই অস্ত্রকে কাজে লাগিয়ে বিপুল পরিমাণে সাফল্য পেতে থাকে ব্রিটিশ সেনারা।

সূত্র জানায়, আইএসের বলবৎ করা আইন না মেনে তাদের অধিগৃহীত অঞ্চলগুলোতে বলিউডের গান বাজাচ্ছে ব্রিটিশ সেনারা। ফলে অসম্মানিত বোধ করছে আইএস জঙ্গিরা। এর ফলে তারা নিজেদের গোপন ঘাঁটি থেকে বেড়িয়ে আসছে যুদ্ধের জন্য। যা জঙ্গি নিধনে সাহায্য করছে লিবিয়া ও ব্রিটেনের যৌথ বাহিনীকে। যারা আইএসের প্রভাব থেকে লিবিয়াকে মুক্ত করার জন্য লড়াই চালাচ্ছে। এমনকি এই বলিউডি মিউজিকের সাহায্যে ইতোমধ্যেই যৌথ বাহিনী বহু গোপন আইএসের ঘাঁটির সন্ধান পেয়েছে বলেও জানা গেছে।

সোনালীনিউজ/ঢাকা/আমা