৮০ শতাংশ নম্বর পেয়েও ছাত্রীর আত্মহত্যা

  • আর্ন্তজাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৭, ২০১৬, ০৫:৩৯ পিএম

বর্তমান সময়ে মানুষ সফলতার জন্যই কত কিছুই না করছে। প্রতিযোগিতায় টিকে থাকতে প্রতিনিয়ত মানুষ কঠোর  পরিশ্রম করছে। তবু নিজেকে সফল দেখতে চাই। অনেক সময় দেখা যায় এই সফলতার জন্য জীবন বিপন্ন হতে পারে। তেমনি একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের রত্নগিরির দাপোলি তালুকার আপটি গ্রামে। এই গ্রামেরই বাসিন্দা প্রাচী ঘড়বলে এসএসসি পরীক্ষায় কাঙ্খিত ফল করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

গতকাল এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়।পরীক্ষায় সে ৮৫ শতাংশ নম্বর পাবে বলে আশা করেছিল। কিন্তু, ফলপ্রকাশের পর দেখা যায় সে ৮০ শতাংশ নম্বর পেয়েছে। তাই এত নম্বর পেলেও তার মনে কোনও আনন্দ ছিল না। হতাশ হয়ে পড়ে প্রাচী। নিজেকে এই পৃথিবী থেকে একেবারের জন্য সরিয়ে নেওয়ার পরিকল্পনা করে সে। আর পরিকল্পনামতোই ঘরের মধ্যে গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করে প্রাচী।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম