ইসরায়েলকে থামাতে কঠিন শিক্ষা দিতে হবে

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১২, ২০২১, ০৭:৩৪ পিএম

ঢাকা: গাজা উপত্যাকা ও জেরুজালেমে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৩৫ ফিলিস্তিনি। ইসরায়েল ও ফিলিস্তিনির মধ্যকার সংঘাত চরম মাত্রা ধারণ করায় এই বিষয়ে টেলিফোনে কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ফোনালাপে ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ইসরায়েলকে থামাতে এবং কঠিন শিক্ষা দিতে হবে।’

এরদোয়ান আরো বলেন, ‘ফিলিস্তিন ইস্যুতে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আগেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ জরুরি এবং পরিষদকে অবশ্যই ইসরায়েলের বিষয়ে পরিষ্কার ও সিদ্ধান্তমূলক বিবৃতি দিতে হবে।’

ফিলিস্তিনিদের রক্ষায় ওই অঞ্চলে আন্তর্জাতিক শান্তিরক্ষী পাঠানোর আহবানও জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট।

সোনালীনিউজ/টিআই