ছাত্রকে বিএমডাব্লিউ গাড়ি উপহার শিক্ষকের!

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৫, ২০১৬, ০৮:৪০ পিএম

গুরুদক্ষিণা বিষয়টি প্রচলিত, অহরহই শোনা যায়। কিন্তু 'ছাত্রদক্ষিণা'? সে আবার কখনো হয় নাকি? অবিশ্বাস্য হলেও এমনটাই ঘটেছে। ভাল ফলাফলের পুরস্কার হিসেবে ছাত্রকে আস্ত একটা গাড়ি উপহার দিলেন শিক্ষক। তাও যে সে গাড়ি নয়, বিলাবহুল বিএমডাব্লিউ!

এই ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানে। ছাত্রের নাম তন্ময় শেখাওয়াত। পরীক্ষায় ভাল রেজাল্ট করায় তার শিক্ষক আর এল পুনিয়া নিজের সদ্য কেনা বিএমডাব্লিউ গাড়িটাই উপহার দিয়ে দিয়েছেন তাকে! তবে বিষয়টি পুরোপুরি আবেগসুলভ নয়। এর মধ্যেও লুকিয়ে আছে ব্যবসা।

তন্ময় এ বছর আইআইটি-জয়েন্ট পরীক্ষায় বসেছিলেন। এজন্য কোচিং রাজস্থানের সিকরের একটি ইনস্টিটিউট থেকে। ইনস্টিটিউটের ডিরেক্টর ও শিক্ষক আর এল পুনিয়া পরীক্ষার আগে ঘোষণা করেছিলেন, যে শিক্ষার্থী ২০-এর উপরে র‌্যাঙ্ক করবে তাকে নিজের বিএমডাব্লিউ দিয়ে দেবেন।

তন্ময় যুগ্মভাবে ১১তম স্থানটি দখল করেন। কথা অনুযায়ী পেয়ে যান একটি গাড়ি! যদিও কোচিং ইনস্টিটিউটে আরও ছাত্র টানতে উপহার দেওয়াটা এক ধরনের পুরনো বিজনেস পলিসি। তবে কস্মিনকালেও কোন কোচিং সেন্টারের পক্ষ থেকে গাড়ি উপহার দেওয়া হয়েছে বলে শোনা যায়নি। সূত্র : আনন্দবাজার

সোনালীনিউজ/ঢাকা/আকন