ভারতে যুদ্ধ বিমানে তিন নারী পাইলট

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৮, ২০১৬, ০৬:২৪ পিএম

ভারতীয় বিমান বাহিনীর জঙ্গি বিমানে প্রথম বারের মত তিন নারী পাইলট কমিশন লাভ করেছেন। ভারতের ইতিহাসে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ।
শনিবার হায়দারাবাদে বিমান বাহিনী অ্যাকাডেমিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকরের উপস্থিতিতে জঙ্গি বিমানের পাইলট হিসেবে তিন ক্যাডেট আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনীতে অভিষিক্ত হয়েছেন।
কমিশন পাওয়ার পর তিন নারী পাইলট ভাবনা কান্থ, মোহনা সিং ও অবনী চর্তুবেদী এখন জঙ্গি বিমান চালানোর জন্য এক বছরের প্রশিক্ষণ গ্রহণ করবেন।
ভারতীয় বিমান বাহিনীর জঙ্গি বিমানে পাইলট হিসেবে অভিষিক্ত হওয়ার জন্য ছয় নারী প্রতিযোগিতা করেন। এর মধ্যে ভাবনা কান্থ, মোহনা সিং ও অবনী চর্তুবেদী চূড়ান্তভাবে উত্তীর্ণ হন। তাদের সবার বয়স ২০ এর কোঠায়।
মোহনা সিং বলেন, ‘আমাদের জন্য কোন ছাড় ছিল না। শারীরিক ও মানসিক ফিটনেস দেখা হয়েছে। পরীক্ষা সবার জন্য একই ছিল।’
ভারত গত বছরের অক্টোবরে জঙ্গি বিমানের ককপিটে নারী পাইলট প্রবেশের অনুমতি দেয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় নারী পাইলট নিতে বিমান বাহিনীর একটি স্কিমের প্রতি সম্মতি দেয়ার পর এ অনুমতি মিলেছে।

সোনালীনিউজ/এইচএআর