আইএসের বিরুদ্ধে জয় ঘোষণা ইরাকি প্রধানমন্ত্রীর

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৮, ২০১৬, ০৯:১৭ পিএম

ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা ইরাকি শহর ফাল্লুজার কেন্দ্রস্থলের নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকি বাহিনী। শুক্রবার (১৭ জুন) শহরটির কেন্দ্রস্থল ইরাকি বাহিনীর নিয়ন্ত্রণে আসে। এরপরই দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি ফাল্লুজায় আইএসের বিরুদ্ধে জয় ঘোষণা করেন।
 
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফাল্লুজা উদ্ধারে চার সপ্তাহ আগে মার্কিন নেতৃত্বাধীন অভিযান শুরু হওয়ার পর শুক্রবার এই জয় ঘোষণা করা হয়। তবে শহরটির উল্লেখযোগ্য অংশ এখনও আইএস যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়ে গেছে। সেই অংশ আইএসমুক্ত করার লক্ষ্যে অভিযান অব্যাহত রেখেছে সরকারি বাহিনী।
 
রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেছেন, নিরাপত্তা বাহিনী শহরের ভেতর নিরাপত্তা জোরদার করেছেন। সেখানে এখনো কিছু অংশ নিয়ন্ত্রণ নেয় বাকি আছে। আগামী কয়েক ঘণ্টায় এগুলো উদ্ধার করতে হবে।

সামরিক বাহিনী বিবৃতিতে জানিয়েছে, ফাল্লুজায় প্রধান সড়ক বাগদাদ স্ট্রিট ধরে ভারী অস্ত্রে সজ্জিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ এগিয়ে যাচ্ছে, আর সন্ত্রাস-বিরোধী সার্ভিসের (সিটিএস) কমান্ডোরা ফাল্লুজা হাসপাতালকে ঘিরে রেখেছে।

সিটিএসের মুখপাত্র সাবাহ আল নুমানি জানিয়েছেন, শহরের প্রধান ঐ হাসপাতালের ভিতরে আইএসের লক্ষ্যভেদীরা লুকিয়ে আছে।

সোনালীনিউজ/ঢাকা/আকন