জার্মান সিনেমা হলে গুলিবর্ষণ

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৩, ২০১৬, ০৯:২৫ পিএম

জার্মানির ফ্রাঙ্কফুর্টের নিকটবর্তী ভিয়ের্নহেইম শহরের কিনোপলিস কমপ্লেক্সের একটি সিনেমা হলে গুলিবর্ষণ করা হয়েছে। মুখোশ পরা একজন বন্দুকধারী অকস্মাৎ গুলিবর্ষণ শুরু করলে এতে কমপক্ষে ২০ থেকে ৫০ জন আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হন বলে বিবিসির খবরে জানানো হয়েছে।

জার্মানির স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, ঐ বন্দুকধারী সিনেমা হলে প্রবেশ করে ভিতর থেকে দরজা বন্ধ করে দেন। তার এলোপাথাড়ি গুলিবর্ষণে হতাহতের আশংকা করা হচ্ছে। তাছাড়া বদ্ধ জায়গায় পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপেও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে।

বিল্ড ডেইলি ও ফ্রাঙ্কফুর্টার আলগেমিন জেটাং পত্রিকার খবরে বলা হয়েছে, জার্মান এলিট ফোর্সের সদস্যরা ভবনটি ঘিরে রয়েছেন। তবে বন্দুকধারী পুলিশের গুলিতেই নিহত হয়েছেন কিনা সে ব্যাপারে সংশয় রয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/আকন