ব্রেক্সিটের প্রতিক্রিয়া

অর্থনীতি স্থিতিশীল রাখার পদক্ষেপ নেবে ব্যাংক অব ইংল্যান্ড

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৪, ২০১৬, ০৫:২৭ পিএম

যুক্তরাজ্যের গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসার পক্ষে রায় আসার প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে তারা।

গণভোটের অনানুষ্ঠানিক ফলাফল ঘোষণার পরপরই শুক্রবার (২৪ জুন) এক বিবৃতিতে ব্যাংক কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

বিবৃতিতে তারা জানিয়েছে, মুদ্রা ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার দায়িত্বপালনে ব্যাংক অব ইংল্যান্ড প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে।

উল্লেখ্য, ঐতিহাসিক গণভোটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার পক্ষে রায় দিয়েছে যুক্তরাজ্য। ইইউ ছাড়ার পক্ষে ভোট পড়েছে ৫১ দশমিক ৯ শতাংশ। আর ইইউতে থাকার পক্ষে ভোট পড়েছে ৪৮ দশমিক ১ শতাংশ।

আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। আসছে অক্টোবরে নতুন নেতৃত্বের হাতে ক্ষমতা ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। সূত্র: বিবিসি, গার্ডিয়ান

সোনালীনিউজ/ঢাকা/আকন