পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে পুতিনের বক্তব্যের নিন্দা ইউক্রেনের

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২, ০৪:২৩ পিএম

ঢাকা : পারমাণবিক অস্ত্রের ব্যবহার একেবারে অগ্রহণযোগ্য। কিয়েভ এটা হতে দেবে না বলে সর্তক করেছেন ইউক্রেন।

রোববার (২৫ সেপ্টেম্বর) ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এ কথা বলেন। খবর রয়টার্সের।

তিনি বলেন, পরমাণু অস্ত্রের সম্ভাব্য ব্যবহার সম্পর্কে পুতিন এবং ল্যাভরভের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য, এটি একেবারেই অগ্রহণযোগ্য।

দিমিত্রো কুলেবা বলেন, ইউক্রেন হাল ছাড়বে না। আমরা সব পারমাণবিক শক্তিধর দেশের সঙ্গে কথা বলব। রাশিয়াকে স্পষ্ট করে দেব যে এই ধরনের হটকারি সিদ্ধান্ত বিশ্বকে ঝুঁকির মধ্যে ফেলবে।

এই পরিস্থিতিতে দেওয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, প্রেসিডেন্ট পুতিন জেনেবুঝে তার নাগরিকদের মৃত্যুর মুখে পাঠাচ্ছেন।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করে। এই যুদ্ধে ইউক্রেনে বহু মানুষ হতাহতের শিকার হয়েছেন। ইউক্রেন ছেড়ে পালিয়েছেন প্রায় ৬০ লাখ মানুষ। ধ্বংস হয়েছে অনেক স্থাপনা, শহরসহ ঘরবাড়ি। যুদ্ধ এখনো শেষ হয়নি। প্রতিদিন শোনা যায় ধ্বংসের খবর।

সোনালীনিউজ/এমটিআই