তেলের পাইপে ছিদ্র, কুয়েতে ‘জরুরি অবস্থা’ ঘোষণা

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২১, ২০২৩, ০২:০৯ পিএম

ঢাকা : কুয়েতে পাইপলাইন ছিদ্র হয়ে তেল ছড়িয়ে পড়ায় ‘জরুরি অবস্থা’ ঘোষণা করেছে একটি রাষ্ট্রীয় তেল কোম্পানি।

দেশটির পশ্চিমাঞ্চলে তেল ছড়িয়ে পড়লে সোমবার এ জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল আরাবিয়া।

টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে এক বিবৃতিতে এ কথা জানিয়েছে কুয়েত অয়েল কোম্পানি। তবে পাইপলাইনে কোথায় ছিদ্র হয়েছে তা এখনো জানা যায়নি।

তেল কোম্পানির মুখপাত্র কুসাই আল–আমের জানান, ঘটনাস্থলে কোনও বিষাক্ত ধোঁয়া শনাক্ত হয়নি। মাটিতে পাইপলাইন ছিদ্র হলেও তা কোনও আবাসিক এলাকায় নয়।

ছিদ্র কোথায় হয়েছে তা খুঁজে বের করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টীম পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কুয়েতি গণমাধ্যমের পোস্ট করা একটি ভিডিওতে একটি বড় পাইপ থেকে প্রচুর পরিমাণে তেল লিক হতে দেখা গেছে। এ সময় পাইপটির চারপাশে প্রচুর তেল ছড়িয়ে ছিল।

তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম দেশ কুয়েত। দেশটির সরকারের রাজস্বের প্রায় ৯০ শতাংশই আসে তেল থেকে। অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজের (ওপেক) এই মূল সদস্য বর্তমানে প্রতিদিন প্রায় ২৭ লাখ ব্যারেল তেল উৎপাদন করছে।

সোনালীনিউজ/এমটিআই